কসবায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে সুসংহত করার লক্ষ্যে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক শাহগীর আলম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির পিঠস্থান। হাজার বছর ধরে এ ভূখন্ডে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ মিলেমিশে একত্রে বসবাস করে আসছেন। তিনি বলেন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করেছিলেন। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এ ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানিয়ে কোন প্রকার গুজবে কান না দেয়ার অনুরোধও জানিয়েছেন। এর পূর্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, পৌর মেয়র এমজি হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভূঁইয়া বকুল প্রমুখ। এছাড়াও উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা। SHARES দেশজুড়ে বিষয়: কসবাজেলা প্রশাসকব্রাহ্মণবাড়িয়াসম্প্রীতি সমাবেশ