কসবায় হত্যা মামলা প্রত্যাহারের হুমকি, ২৫ জনের বিরুদ্ধে থানায় জিডি বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আকাবপুর গ্রামের আলোচিত আক্কাস হত্যাকাণ্ডের অভিযুক্তরা পলাতক থেকে মামলা প্রত্যাহার করতে একের পর এক হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছে আক্কাস হত্যা মামলার বাদী মোঃ ফারুক মিয়া। এ বিষয়ে গেল রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে ২৫ জনের বিরুদ্ধে কসবা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী ফারুক মিয়া। এ বিষয়ে কথা হলে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে বলেন,এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে,বাকিদেরও গ্ৰেফতারের চেষ্টা চালাচ্ছে কসবা থানা পুলিশ, মামলার বাদীকে আসামি পক্ষরা হুমকি দিচ্ছে বলে জানিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে, যা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি। SHARES দেশজুড়ে বিষয়: কসবাহত্যাকাণ্ড