কসবা উপজেলা যুবদল সদস্য সচিবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৪:২৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ও তার সহযোগীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছে কসবা পুরাতন বাজারের এক ব্যবসায়ী। গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) শাহাদাত হোসেন নামক এক ব্যবসায়ী এই অভিযোগ তুলেছেন। শাহাদাত হোসেনের অভিযোগ, উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ও তার সহযোগীরা বিভিন্ন সময় তার নিকট বিপুল অংকের টাকা চাঁদা দাবি করে আসতেছে, চাঁদা দিতে অনীহা প্রকাশ করলে শিপনের সহযোগীরা ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি ধামকি দিচ্ছে,এ বিষয়ে কসবা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান ব্যবসায়ী শাহাদাত হোসেন। অভিযোগ সম্বন্ধে জানতে চাওয়া হলে, অভিযোগ অস্বীকার করে উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন বলেন,শাহাদাত হোসেন রাতের আঁধারে দল বল নিয়ে জোরপূর্বক আমাদের পৈত্রিক সম্পত্তি দখল করে একটি ঘর নির্মাণ করেছে, পাশাপাশি ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের নাম ভাঙ্গিয়ে আমাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে হয়রানি করছে শাহাদাত হোসেন। এ বিষয়ে কথা হলে শাহাদাত হোসেনের অভিযোগের তদন্ত কর্মকর্তা কসবা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম জানান, এ অভিযোগটি তদন্তাধীন রয়েছে, ঘটনা সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। SHARES দেশজুড়ে বিষয়: কসবাচাঁদাবাজিরব্রাহ্মণবাড়িয়াযুবদল