পাংশায় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৩:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২ রাজবাড়ীর পাংশা উপজেলার একটি মাঠ থেকে রাব্বি (১৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পাংশা থানা পুলিশ ইউনিয়নের মহিষভাঙ্গা এলাকার একটি মাঠ থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাব্বি পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের মহিষভাঙ্গা গ্রামের আক্তার হোসেন এর ছেলে। এবং সে পার্শ্ববর্তী আখরজানি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। নিহতের পরিবারের সদস্যরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে খাবার খেয়ে বাড়ির বাইরে যায় রাব্বি। তখন তার দুই বন্ধু তরুণ ও রানা একটি ইসলামী জলসা শোনার জন্য তাকে ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। সকালে স্থানীয়রা মাঠে রাব্বির মরদেহ পরে থাকতে দেখে তার পরিবারকে খবর দেয়। তারা আরও জানান, রাব্বি সুস্থ স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হয়েছিল। তাদের দাবি রাব্বিকে হত্যা করা হয়েছে। পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। SHARES দেশজুড়ে বিষয়: পাংশামরদেহ উদ্ধাররাজবাড়ীশিক্ষার্থী