কসবায় সীমান্তবর্তী শীতার্তদের মাঝে বিজিবি’র শীতবস্ত্র বিতরণ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৬:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর বিজিবি ক্যাম্প জোনের আওতাধীন সীমান্তবর্তী এলাকার শীতার্থ প্রতিবন্ধী গরিব ও দুস্থদের মাঝে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এর পক্ষ থেকে শীতশীতবস্ত্র বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার কায়েমপ পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে প্রায় ২’শ জনেও বেশি মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় সুলতানপুর ব্যাটেলিয়ান অধিনায়ক (৬০ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিক হাসান উল্লাহ (পিএসসি), উপ অধিনায়ক মেজর মোঃ এহসানুল হুদা,কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতিয়ার আলম রনি, মঈনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামাল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন। SHARES দেশজুড়ে বিষয়: কসবাবিজিবি