কসবায় মাতালের ভয়ে আতঙ্কিত এলাকাবাসী,সামনে যাকে পায় তাকেই ধরে মারধর

MSTV MSTV

BD

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের জেঠুয়ামোড়া গ্রামে এক মাদকাসক্ত ব্যক্তির ভয়ে আতঙ্কিত ওই এলাকার মানুষ, এরই মধ্যে বাছির মিয়া নামক এক হতদরিদ্র ব্যক্তির বাড়িতে আকস্মিক হামলা চালিয়ে তার বসতঘর এলোপাথাড়ি কুপিয়ে তছনছ করেছে ওই মাদকাসক্ত ব্যক্তি।

গেল বুধবার (৮ ফেব্রুয়ারি) সরজমিনে গিয়ে এমনটাই দেখে গেছে,এসময় ভুক্তভোগী বাছির মিয়া ও তার স্ত্রী তাদের বসতঘরের সামনে বসে অঝোরে কাঁদছে,আর ওই ঘরের বেড়া ও ভিতরে থাকা আসবাবপত্র দাঁড়ালো অস্ত্র দিয়ে কেউ যেন কুপিয়ে তছনছ করে ফেলেছে।

কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা জানতে চাওয়া হলে,ভুক্তভোগী বাছির মিয়া কান্না জড়িত কন্ঠে জানান, গেল বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় একই এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে রঙ্গ মিয়া মদ্যপান করে মাতাল হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে,এরপর থেকে ন্যায় বিচারের আশায় স্থানীয় জনপ্রতিনিধির নিকট একাধিকবার গেলেও তিনি গরিব বলে তারা এ বিষয়টি গুরুত্ব দিয়ে না দেখার অভিযোগও পাওয়া গেছে। ফলে নিরুপায় হয়ে তার বসতঘরের সামনেই প্রায় সাত দিন ধরে এভাবেই বসে কান্নাকাটি করছেন এ ভুক্তভোগী পরিবারটি।

এদিকে এ বিষয়ে স্থানীয়রা জানান,রঙ্গু মিয়া প্রতিনিয়ত মাদক সেবন করে রাস্তাঘাটে তার সামনে যাকে পায় তাকেই ধরে মারে,ফলে তার ভয়ে আতঙ্কিত পুরো এলাকা ,কেউ প্রতিবাদ করলে তার দলবল নিয়ে এভাবেই তাদের বাড়িতে গিয়ে হামলা চালায়। মাদকাসক্ত রঙ্গ মিয়াকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জোর দাবি জানান তারা।