কসবায় সিএনজির ধাক্কায় মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু MSTV MSTV BD প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার কসবা টু নয়নপুর সড়কের আকছিনা বট গাছের পূর্ব পাশে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় এক মাদ্রাসা শিক্ষার্থীর বুধবার (৮ মার্চ) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। স্থানীয়দের দেওয়া তথ্যের বরাতে জানা যায়, পানাইয়ারপাড় থেকে আসা বিজয় নদীর উপর দৃশ্যমান বাঁশের ব্রিজ পার হয়ে ওই শিক্ষার্থী কসবা টু নয়নপুর সড়কের উঠার সময়, উত্তর থেকে দ্রুতগতিতে আসা ঘাতক সিএনজিটি তাকে সজোরে ধাক্কা দিয়ে উল্টে খাদে পড়ে যায়, ওই সময় ঘটনাস্থলেই ওই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়, এ অবস্থায় চালক সিএনজি রেখে দৌড়ে পালিয়ে যায় বলেও জানা গেছে। নিহত ওই মাদ্রাসা শিক্ষার্থী হলেন কসবা পৌর এলাকার কৃষ্ণপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে সাইমন(১২)। নিহত সাইমন কালিকাপুর নূরানীয়া হাফিজিয়া মডেল মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। নিহতের স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে পুরো এলাকা, ছেলের এমন মর্মান্তিক মৃত্যু দেখে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন সাইমনের মা, এ সময় ওই সিএনজির চালককে দ্রুত গ্রেফতারের দাবিও জানান তারা। এ বিষয়টির সত্যতা নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে,ঘাতক সিএনজিটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে, সিএনজির চালককে খুঁজে বের করে খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। SHARES দেশজুড়ে বিষয়: কসবাসড়ক দুর্ঘটনা