কসবা উপজেলা যুবদলের সদস্য সচিবের বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ MSTV MSTV BD প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, এপ্রিল ৯, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা যুবদলের সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ও তার সহযোগিতার বিরুদ্ধে জোরপূর্বক জায়গা দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগ তুলেছেন মোঃ শাহাদাত হোসেন নামক কসবা পুরাতন বাজারের এক ব্যবসায়ী। গেল শুক্রবার (৭ এপ্রিল) জুম্মা নামাজের পর ভুক্তভোগী শাহাদাত হোসেন তার লিখিত বক্তব্যে বলেন, কসবা পৌরসভা ভবন সংলগ্ন দক্ষিণ পাশে তার পিতা মো. আয়ুব মিয়ার ক্রয়কৃত সম্পত্তি জোরপূর্বক অবৈধভাবে দখলে নেওয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে উপজেলা যুবদল সদস্য সচিব জিয়াউল হুদা শিপন ও বহুল আলোচিত কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওমরা খান হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ সেলিম মিয়া ওরফে পিচ্চি সেলিম এবং তার ভাতিজা আশরাফুল আলম রাজুসহ তাদের সহযোগীরা। শাহাদাত আরো বলেন, তাদের এসব অনৈতিক কর্মকাণ্ডে যারাই প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তারা,এরমধ্যে কসবা পৌর আওয়ামীলীগ সভাপতি ও কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের বিরুদ্ধেও জিয়াউল হুদা শিপন ও তার সহযোগীরা মিথ্যাচার করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। শাহাদাত বলেন, জিয়াউল হুদা শিপনের পিতা মরহুম মুতি মেম্বার নিজেও জোরপূর্বক অনেকের জায়গা দখল করেছিলেন, যা এখনো জিয়াউল হুদা শিপনরা অবৈধভাবে দখল করে রেখেছেন। এ সময় তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবীও জানান শাহাদাত হোসেন। এসব বিষয়ে জানতে চাওয়া হলে উপজেলা যুবদল সদস্য সচিব জিয়াউল হুদা শিপন অভিযোগ অস্বীকার করে জানান ভিন্ন কথা, তিনি বলেন, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম এবং বাজারের নশ্য প্রহরীদের সহযোগিতায় উল্টো শাহাদাত হোসেন রাতের আধারে জোরপূর্বক আমাদের জায়গা দখল করে ঘর নির্মাণ করেছে, এ বিষয়ে আইন আদালতে মামলা মোকদ্দমা চলছে বলেও জানান তিনি। জিয়াউল হুদা শিপন আরও বলেন, আমার পিতা একজন ভালো মানুষ হওয়া সত্বেও শাহাদাত হোসেন তার নিজের স্বার্থসিদ্ধির লক্ষ্যে আমার মরহুম পিতাকে নিয়ে মিথ্যাচার করছে। SHARES দেশজুড়ে বিষয়: কসবাজায়গা দখলভূমিদস্যু