কসবায় ১০৩৯ প্রাথমিক শিক্ষক-শিক্ষিকার সঙ্গে আইনমন্ত্রীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

MSTV MSTV

BD

প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, মে ৩, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলার প্রায় ১০৩৯ জন শিক্ষক-শিক্ষিকার সঙ্গে মতবিনয় করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

 

গেল সোমবার (০১ মে) সকালে পানিয়ারুপ সিরাজুল হক স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।

 

এ সময় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এইচ এম সারোয়ারের সভাপতিত্বে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।

 

উক্ত মত বিনিময় সভা থেকে জানা যায়, এ উপজেলার সর্বমোট ১৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ২০১৪ সাল থেকে আজ অব্দি পর্যন্ত ১৩০ প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, তাছাড়াও ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নির্মাণ কাজ চলমান রয়েছে, বাকি ১৪ টি প্রাথমিক বিদ্যালয়ের দোতলা ভবনের নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু হবে বলেও জানা গেছে।

 

এছাড়াও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির বর্তমান কার্যালয় হিসেবে ব্যবহৃত জরাজীর্ণ ভবনটি ভেঙে আগামী তিন মাসের মধ্যে সেখানে একটি আধুনিক ভবন নির্মাণ করে দিবেন মন্ত্রী এমনটাও জানা গেছে।