কসবায় ফের বিপুল পরিমাণে গাজা ইয়াবাসহ আটক ৬ MSTV MSTV BD প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের গেল ২৪ ঘন্টার মাদকবিরোধী সাড়াশি অভিযানে ফের ১৩১ কেজি গাঁজা ও ২৬৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জনকে আটক করা হয়েছে। গেল বৃহস্পতিবার থেকে আজ শুক্রবার ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এ সময় ৬ জনকে আটক করে থানা পুলিশ। কসবা থানা পুলিশের উপ পরিদর্শক ফারুক হোসেনের দেওয়া তথ্যের বরাতে জানা যায়,গেল বৃহস্পতিবার বিকালে উপজেলার খাড়েরা এলাকার কুমিল্লা টু সিলেট মহাসড়কের উপর থেকে ৮৩০ পিস ইয়াবাসহ শিপন (৩০) ও মাহবুবুর রহমান (৩৭) নামক দুইজনকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় উপজেলার কুটি ইউনিয়নের রানীয়ারা গ্রামের বাদুরখাল ব্রিজের পূর্ব পাশ থেকে ৬ কেজি গাঁজাসহ লিজা আক্তার নামক এক নারীকে আটক করা হয়। ওই রাতেই উপজেলার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর থেকে ১৮০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাজু ভৌমিক (২৫) নামক আরো এক যুবককে আটক করা হয়। অন্যদিকে আজ শুক্রবার ভোরে উপজেলার কাইমপুর ইউনিয়নের জাজিরসার গ্রামের সুমন মিয়া নামক এক ব্যক্তির ঘরের ভিতর থেকে ১২৫ কেজি গাঁজাসহ উদ্ধার করা হয়। এ সময় সুমন মিয়ার স্ত্রী খাদিজা আক্তার স্বপ্না (২১) ও একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে রবিউল হাসানকে (২২) আটক করে থানা পুলিশ। এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) MS TV & MSTVBD.COM কে জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য উদঘাটন করা হয়েছে, যার মধ্য দিয়ে খুব শীঘ্রই অপর মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। এ সময় তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলার রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। SHARES দেশজুড়ে বিষয়: ইয়াবাকসবা থানা পুলিশগাঁজামাদক উদ্ধার