প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরামের আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

MSTV MSTV

BD

প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩০, ২০২৩

প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কসবা উপজেলা শাখার আয়োজনে সংগঠনটির সদস্য সচিব জুবাইরুল হক রুবেল মোল্লার পিতা মরহুম আব্দুল কুদ্দুস মোল্লা
ও সহকারী সদস্য সচিব রাসেল মোবারকের পিতা মরহুম মুখলেসুর রহমানের বিদায়ী আত্মার মাগফের কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) জুম্মা নামাজের পর কসবা উপজেলার পুরকুইল আলহাজ্ব হাবিব চিশতি এতিমখানায় উক্ত মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়।

 

এ সময় প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কসবা উপজেলা শাখার আহবায়ক আব্দুল হাই এর অবর্তমানে সংগঠনটির যুগ্ম আহবায়ক কাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোশারফ হোসেন মোর্শেদ।

 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে, মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অনন্ত সুজন, মেহারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এম আই মনির ভূঁইয়া,যমুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আলাউদ্দিন মাস্টারসহ প্রত্যাগত প্রবাসী আওয়ামী ফোরাম কসবা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।