সাতক্ষীরায় ১০ ইউনিয়নের ৭টিতে হারলো নৌকা বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২১ চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সাতক্ষীরায় ১০টি ইউনিয়নের মধ্যে ৩টিতে নৌকার প্রার্থী জয় লাভ করেছেন। বাকি ৭ ইউনিয়নে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ের মালা গলায় পরেন। রোববার (২৬ ডিসেম্বর) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. রবিউল ইসলাম এ বিষয়টি করেছেন। শ্যামনগর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানরা হলেন- মুন্সিগঞ্জ ইউনিয়নে অসীম কুমার মৃধা (নৌকা), নুরনগর ইউনিয়নে বখতিয়ার আহমেদ (নৌকা), কাশিমাড়ী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী গাজী আনিছুজ্জামান আনিচ, কৈখালীতে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহিম, গাবুরায় স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা জিএম মাসুদুল আলম, বুড়িগোয়ালীনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা হাজী নজরুল ইসলাম, রমজাননগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আল মামুন, পদ্মপুকুরে স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আমজাদুল ইসলাম ও আটুলিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু সালেহ। এছাড়া জেলার তালা উপজেলার কুমিরা ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শেখ আজিজুল ইসলাম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। SHARES দেশজুড়ে বিষয়: ইউপি নির্বাচননৌকাসাতক্ষীরা