বিজয়নগরে পুলিশের ওপর হামলা, গুলিবিদ্ধ হয়ে নিহত ১ MSTV MSTV BD প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, জুলাই ২০, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের গুলিতে আইয়ুব নূর (৫০) নামক এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি নিহত ওই ব্যক্তি চিহ্নিত মাদক ব্যবসায়ী ছিলেন। মাদক ব্যবসায়ীদের হামলায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত আইয়ুব নূর ওই এলাকার মন্তু মিয়ার ছেলে ছিলেন। তার বিরুদ্ধে পাঁচটি মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, আদমপুর গ্রামের আইয়ুব নূরের পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায়ী। এদের মধ্যে আইয়ুব নূরের নামে পাঁচটি, তার দুই ছেলে আরিফ নূরের নামে পাঁচটি, তোফাজ্জলের নামে ১০টি মাদক ও পুলিশের ওপর হামলা মামলা রয়েছে। তিনি আরও জানান,আরিফ নূরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার ভোরে এসআই সাঈদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল আরিফকে গ্রেফতার করতে যায়। এ সময় পরিবারের সদস্যরা ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে পুলিশকে চারদিক দিয়ে ঘিরে ফেলে। দেশীয় অস্ত্রসস্ত্রসহ পুলিশের ওপর হামলা করে হ্যান্ডকাফসহ আরিফকে ছিনিয়ে যায়। পুলিশ আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিবিদ্ধ হয়ে আহত হন আইয়ুব নূর, সালমা বেগম ও ইমন নামের এক কিশোর। আহতদের ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আইয়ুব নূর। অপরদিকে মাদক কারবারিদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে তুষার নামে একজন কনস্টেবলকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। SHARES চট্টগ্রাম বিষয়: গুলিবিদ্ধনিহতপুলিশবিজয়নগরব্রাহ্মণবাড়িয়ামাদক ব্যবসায়ী