ব্রাহ্মণবাড়িয়ায় হাল চাষের টাকা নিয়ে সংঘর্ষ, নিহত ১,আহত ১০ MSTV MSTV BD প্রকাশিত: ১:৩২ অপরাহ্ণ, জুন ৪, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ায় হাল চাষের পাওনা ৫০০ টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে খাইরুল ইসলাম খোকন (৪০) নামে ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ১০ জন। শনিবার (৩ জুন) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কোড্ডা পোড়াবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। খোকন ওই গ্রামের মৃত আবু সাঈদের ছেলে ছিলেন। স্থানীয়রা জানান, কয়েকদিন আগে কোড্ডা গ্রামের মলাই মিয়ার ধানক্ষেতে হাল চাষ করেন একই গ্রামের শাহ আলম। হাল চাষের পাওনা ৫০০ টাকা বাকি রাখেন মলাই মিয়া। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে কয়েকদিন ধরে শাহ আলম ও মলাই মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিষয় নিয়ে শনিবার রাতে স্থানীয়ভাবে মীমাংসার জন্য উভয়পক্ষ সালিশি বৈঠকে বসেন। সালিশের শুরুতেই দু’পক্ষ বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষ চলাকালে বল্লমের আঘাতে শাহ আলমের পক্ষের খাইরুল ইসলাম খোকন নিহত হন। আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এমএস টিভিকে জানান, মরদেহ জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ জনকে আটক করা হয়েছে বলেনও জানান ওসি। SHARES এক্সক্লুসিভ বিষয়: নিহতব্রাহ্মণবাড়িয়াসংঘর্ষ