বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে মইনপুরের ফজু সরদার

MSTV MSTV

BD

প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, জুন ১৭, ২০২৩

হৃদরোগসহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সবার কাছে দোয়া চেয়েছেন কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী মইনপুর গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা সর্বদায় হাসি উজ্জ্বল ফজলুল রহমান (৮০) প্রকাশ্যে ফজু সরদার।

শনিবার (১৭ জুন) সরজমিনে গিয়ে এমনটাই দেখা গেছে, এ সময় ফজু সরদার এমএস টিভিকে জানান, আমার এই দীর্ঘ চলার বয়সে‌ অনেকের সাথে চলাফেরা করেছি, যদি কারণে-অকারণে কারো মনে কষ্ট দিয়ে থাকি সবাই যেন আমাকে ক্ষমা করে দেয়।

 

এ সময় তিনি আরও জানান,আমি ও আমার ছোট ভাই বসু মিয়া আমাদের মইনপুর গ্রামের প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তল হোসেনের (সাবেক মেম্বার) সাথে ১৯৫০ সালের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘনিষ্ঠ সহচর সিরাজুল হক বাচ্চু মিয়া এমপি সাহেবের (বর্তমান আইনমন্ত্রীর পিতার) হাত ধরে আওয়ামী লীগের যোগদান করি। যার সূত্র ধরে দলীয় অনেক নেতা কর্মীর সাথে চলার সৌভাগ্য হয়েছিল, যার মধ্যে অনেকেই আজ আমাদের মাঝে আর নেই, মহান সৃষ্টিকর্তা যেন তাদের জান্নাত নসিব করেন, যারা এখনো জীবিত আছেন তাদেরকে যেন মহান সৃষ্টিকর্তা সর্বদাই সুস্থ রাখেন।এ সময় ফজু সরদার সকলের কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন।

 

এদিকে ফজু সরদারের পরিবারের সূত্রে জানা যায়, প্রায় চার বছর যাবত তিনি হৃদরোগ,কিডনি সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।