ভারতে নির্মাণাধীন ছাদে ধস, ঘুমন্ত অবস্থায় ৬ শ্রমিক নিহত বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২২ ভারতে নির্মাণাধীন একটি শপিংমলের ছাদ ধসে, ঘুমন্ত অবস্থায় ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) রাতে পুণের ইয়ারবদা শাস্ত্রীনগর এলাকায় ঘটে এ দুর্ঘটনা। পুণের পুলিশ কর্তৃপক্ষ জানায়, লোহা দিয়ে নির্মাণাধীন বাড়ির ঢালাইয়ের কাজের প্রস্তুতি চলছিল। রাতে গাড়ি পার্কিংয়ের জায়গায় ছাদের একাংশ ভেঙে পড়ে। এতে ঘটে হতাহতের ঘটনা। হতাহতদের মধ্যে অধিকাংশই শ্রমিক। দুর্ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক টুইট বার্তায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। SHARES আন্তর্জাতিক বিষয়: দুর্ঘটনানিহতভারত