খুলনায় বাড়ির পাশের পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২২ খুলনার তেরখাদায় বাড়ির পাশের পুকুর থেকে মনি ও মুক্তা নামের দুই যমজ বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের নানার বাড়ির একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুদের বাবার নাম মাসুম বিল্লাহ। তাদের গ্রামের বাড়ি রূপসা উপজেলায় চাঁদপুর গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানান, দুই মাস বয়সী দুই শিশু রাতে মা কনা বেগমের সঙ্গে ঘুমিয়েছিল। পরে রাত সাড়ে ৩টার দিকে তার ঘুম ভেঙে যায়। তখন বাচ্চা দুটি তার পাশে নেই দেখতে পান। এ সময়ে এলাকার লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে সকাল সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখা যায়। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম জানান, এ ঘটনায় শিশুদের মা, বাবা, নানা ও নানিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরবর্তিতে জানানো হবে বলেও জানান তিনি। SHARES দেশজুড়ে বিষয়: খুলনামরদেহ উদ্ধার