নয়নপুর ডিজিটাল মেডিকেল সেন্টারের কার্যক্রম শুরু

প্রকাশিত: ১:১৭ অপরাহ্ণ, মার্চ ১, ২০২২

সর্বোত্তম স্বাস্থ্য সেবাই আমাদের অঙ্গীকার”এই স্লোগানকে সামনে রেখে নয়নপুর ডিজিটাল মেডিকেল সেন্টার তাদের কার্যক্রম শুরু করেছেন।

এখানে প্রসূতি মা ও শিশু সেবা, বিনামূল্যে রক্তদান, প্রতিদিন ডিজিটাল এক্স-রে, আল্ট্রা,ইসিজি,২৪ ঘন্টা নরমাল ডেলিভারি ও মেডিকেল সেবা, সকল প্রকার রক্ত পরীক্ষা, ডায়াবেটিস ও হরমোন পরীক্ষা, বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা রোগ নির্ণয় ও সুচিকিৎসা প্রদান করা,বিদেশগামী ও হজ যাত্রীদের মেডিকেল চেক আপ, সকল প্রকার কাটাছেঁড়া সেলাই এবং ডেসিং,সিজার রোগীদের সেলাই কাটা ও ড্রেসিং করা,বাচ্চাদের ক্যানোলা করা,পুরুষ মহিলাদের ক্যাথেটার করা,রাইছ টিউভ বা এনজি টিউভ করাসহ,যত্নসহকারে সুন্নতে খৎনা করানো হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী নয়নপুর বাজার আল-আমিন স্যানেটারী সংলগ্ন ইকবাল প্লাজার নিচতলায় নয়নপুর ডিজিটাল মেডিকেল সেন্টারটি অবস্থিত।