কসবা উপজেলা খাদ্যবান্ধব কর্মসূচি এসোসিয়েশনের কমিটি গঠন

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২২

শেখ হাসিনার বাংলাদেশ,ক্ষুধা হবে নিরুদ্দেশ এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচি এসোসিয়েশনের সভাপতি পদে ডিলার কামাল উদ্দিন মোখলেস ও সাধারণ সম্পাদক আবু কাউসারকে করে কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকালে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের খাদ্যবান্ধব কর্মসূচি ডিলারদের উপস্থিতিতে এক জরুরী সভায় সকলের সম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

মেহারী ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচি ডিলার আল-হেলাল ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।