বগুড়ায় ডোবা থেকে নরসুন্দরের গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, মে ১১, ২০২২

বগুড়ার শাজাহানপুরে নিখোঁজের তিন দিন পর শফিকুল ইসলাম সরদার (৩৫) নামে এক নরসুন্দরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ মে) দুপুর ১টার দিকে উপজেলার শাকপালা গোয়ালগাড়ি গ্রামে বাড়ির পার্শ্ববর্তী ডোবা থেকে তার অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেন থানা পুলিশ। মৃত শফিকুল ইসলাম ওই গ্রামের রুবেল সরদারের ছেলে। তিনি স্থানীয় শাকপালা স্ট্যান্ডে নরসুন্দরের কাজ করতেন।

শফিকুলের স্বজনদের দেয়া তথ্যের বরাতে জানা যায়, তিনদিন আগে সন্ধ্যার পর শফিকুল ইসলামের এক বন্ধু তাকে ফোন করে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শফিকুল ইসলাম নিখোঁজ ছিলেন। তার বন্ধুরা তাকে হত্যা করেছে।

শাজাহানপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ এমএস টিভিকে জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের পিঠে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন এবং গলাকাটা ও নাড়িভুঁড়ি বের হওয়া রয়েছে।