ফেনীতে ১০০ কেজি গাঁজাসহ ট্রাকচালক-সহকারী গ্রেফতার

প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, মে ১২, ২০২২

ফেনীতে একশো কেজি গাঁজাসহ এক ট্রাকচালক ও সহকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ মে) দিনগত রাত দেড়টার দিকে ফেনীর মহিপাল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ট্রাকচালক মো. মিন্টু ভুট্টু (৩৪) ও সহকারী মো. মাসুদ হাওলাদার (৩১)।

র‌্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিনগত রাত দেড়টার দিকে ফেনীর মহিপাল মহাসড়কের ঢাকামুখী লেনে সন্দেহজনক পরিবহন তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রাক তল্লাশি করে পাঁচটি বস্তায় কৌশলে লুকিয়ে রাখা ১০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকের চালক ভুট্টু ও সহকারী মাসুদকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে।

ফেনীস্থ র‌্যাব-৭ এর অধিনায়ক আবদুল্লাহ আল জাবের ইমরান বলেন, উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য জব্দ মালামালসহ তাদেরকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বলেন, র‌্যাবের হাতে শতকেজি গাঁজাসহ আটকদের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।