কসবার কোল্লাপাথরে চলছে রাতের আঁধারে পাহাড় কাটার মহোৎসব বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কোল্লাপাথর গ্রামের ল্যাংড়া কামাল মিয়ার বাড়িতে চলছে রাতের আঁধারে পাহাড় কাটার মহোৎসব। শুক্রবার (২৬ আগস্ট) বিকালে সরজমিনে গিয়ে এমনটাই দেখা গেছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, দীর্ঘদিন যাবত রাতের আঁধারে ল্যাংড়া কামাল মিয়া ও তার স্ত্রী শিখা বেগম স্থানীয় কিছু প্রভাবশালীদের সহযোগিতায় পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছেন, এ বিষয়ে একাধিকবার পাহাড় কাটার অভিযোগে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হলেও থেমে নেই তাদের পাহাড় কাটা। স্থানীয়রা আরও জানান, কিছু প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজের আত্মীয় পরিচয় দিয়ে স্থানীয়দের হুমকি ধামকি ও মিথ্যা মামলার ভয় দেখিয়ে এসব অপকর্ম করে প্রকৃতি ও পরিবেশকে ধ্বংস করে দিচ্ছে এই পরিবারটি। এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম জানান, মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক পাহাড় কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছে, খুব শীঘ্রই পাহাড় কাটার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি। SHARES দেশজুড়ে বিষয়: অভিযোগকসবাপাহাড় কাটামামলা