কসবায় বিপুল পরিমাণে বিদেশী মদ ও গাঁজাসহ আটক এক

প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিপুল পরিমাণে বিদেশী মদ ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার চাপিয়া এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদসহ একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে কসবা থানা পুলিশ। সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিএনজি চালক ও মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়,তারপর ওই সিএনজি থেকে উন্নত মানের বিভিন্ন ব্র্যান্ডের ১৮০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

অপরদিকে একই রাতে উপজেলার বায়েক ইউনিয়ন থেকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,উপজেলার বায়েক ইউনিয়নের সাগরতলা গ্রামের মৃত আব্দুল মুনাফ মিয়ার ছেলে আব্দুল করিম মিয়া (৪৭)।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন (পিপিএম) বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৮০ বোতল বিদেশি মদসহ একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে, এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক ও মাদক ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়,তাদের চিহ্নিত করে খুব শীঘ্রই গ্রেফতার করা হবে,অপরদিকে বিজিবি ও পুলিশের যৌথ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে, আটকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।