কসবায় ফের ১৯ কেজি গাঁজা ও সিএনজিসহ আটক ১

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের ১৯ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল টু ইষাননগর মোড় থেকে ওই সিএনজি চালিত অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়। ওই সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজিকে জব্দ করা হয় বলেও জানা গেছে।

আটকৃত মাদক ব্যবসায়ী হলেন, উপজেলার কুটি পূর্বপাড়া এলাকার ইরন মিয়ার ছেলে হাসান মিয়া(১৯)।

এ বিষয়টি নিশ্চিত করে কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে বলেন,আটকৃত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত আইনে মামলা রুজু করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে, কসবায় যতক্ষণ মাদক থাকবে ততক্ষণ মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।