কসবায় বিজিবি’র মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে বিদেশী মদ ও বিয়ার উদ্ধার করেছে বলে জানা গেছে।

‘সোমবার (৯ জানুয়ারি) ভোরে উপজেলার কাইমপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘীরপাড় এলাকায় থেকে এসব মাদক উদ্ধার করা হয়’।

জানা যায়,‘সুলতানপুর ব্যাটেলিয়ানের অধিনায়ক (৬০ বিজিবি)লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ’র নির্দেশ ও গোপন সংবাদের ভিত্তিতে মইনপুর বিজিবি’র ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক কামালের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ২৬৮ বোতল বিদেশী মদ ও ২৪টি ক্যান বিয়ার উদ্ধার করেন’।‘যার সিজার মূল্য ৪ লাখ ৮ হাজার টাকা’।

‘ওই সময় বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা ঘন কুয়াশার আড়ালে উদ্ধারকিত মাদকদ্রব্য ঝোপঝাড়ে ফেলে পালিয়ে যায়’।

এ বিষয়টি নিশ্চিত করে সুলতানপুর ব্যাটেলিয়ান (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আশিক হাসান উল্লাহ, পি এস সি, এম এসটিভিকে জানান,‘সীমান্তে যেকোনো মাদক চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ এর সীমান্তরক্ষীরা বদ্ধপরিকর এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে উদ্ধুদ্ধ হয়ে এধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান’।