কসবায় ফের ১২০ কেজি গাঁজা উদ্ধার

MSTV MSTV

BD

প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

 

সোমবার (১৬ অক্টোবর) ভোরে উপজেলার কাইমপুর ইউনিয়নের সুবিধার পুর এলাকার নয়নপুর টু কসবা সড়কের পাশ থেকে পাঁচ বস্তায় সর্বমোট ১২০ গাঁজা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, মাদক চোরাচালানের কালে গোপন সংবাদের ভিত্তিতে কসবা থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা বস্তাগুলো ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত অবস্থায় এসব মাদক উদ্ধার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে কসবার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন (পিপিএম) এমএস টিভিকে জানান, এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের খুব শীঘ্রই গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।