ইউনূসের রায় নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না : পররাষ্ট্র সচিব MSTV MSTV BD প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪ শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের ছয় মাসের কারাদণ্ডের রায় ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। সোমবার (১ জানুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইউনূস ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রভাব নিয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র সচিব বলেন, একজন ব্যক্তির কারণে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্কে প্রভাব না পড়াটাই স্বাভাবিক। এটা আমাদের একটি আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে এবং ওনার আবেদন করার সুযোগ আছে বা উনি জামিনও পেয়েছেন। সুতরাং একটা চলমান আইনি প্রক্রিয়ার মধ্যে আছে। এর চেয়ে বেশি কমেন্টস আমি করতে চাই না। SHARES মতামত বিষয়: কারাদণ্ডড. ইউনুসপররাষ্ট্র সচিবযুক্তরাষ্ট্রসম্পর্ক