কসবায় ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে কৃষকের মাথায় হাত বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২১ ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে ফের মাথায় হাত পড়ল ব্রাহ্মণবাড়িয়ার কসবার কৃষকদের। টানা প্রায় চারদিনের বৃষ্টি ও বৈরি আবহাওয়ায় সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে পাকা আমন ধান,বোরো বীজতলা, আলু, ফুলকপি,বাঁধাকপি, মুলা,পেঁয়াজ,শসাসহ শীতকালীন ফসল। মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, বৃষ্টিতে ভিজে ছাতা হাতে নিয়ে সালদার তীরের একটি দোকানে বসে চায়ে চুমুক দিচ্ছেন কবি বেলাল হোসেন ভূঁইয়া লিটন। এসময় তিনি এমএসটিভি ও mstvbd.com কে জানান,প্রায় চারদিনের ভারি বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে আমার তিনটি পুকুরের মাছ বেরিয়ে গেছে, ফলে ব্যাপক অর্থনৈতিক ক্ষয়ক্ষতির মুখে আমি পড়েছি, এসময় তিনি আরো বলেন শুধু আমি নয় বায়েক ইউনিয়নের প্রায় সকল চাষিরাই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে ভারী বর্ষণে আর পাহাড়ি ঢলে বিপদসীমা অতিক্রম করে প্রবাহিত হচ্ছে সালদা নদীর পানি, ডুবে গিয়েছে অসংখ্য পাকা ধানের জমি,পানির নিচে চলে গেছে প্রায় সব বোরো বীজতলা, ফলে কৃষকের মাথায় হাত। বায়েক ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া বলেন,কৃষকদের ক্ষয়ক্ষতির ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাকে জানানো হয়েছে। এ বিষয়ে কথা হয় কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলমের সঙ্গে, তিনি জানান, খুব শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে কৃষকদের সহায়তা প্রদান করা হবে। SHARES দেশজুড়ে বিষয়: কসবাঘূর্ণিঝড়পাহাড়ী ঢলবৃষ্টিব্রাহ্মণবাড়িয়াসালদা নদী