বায়েক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র কমিটি গঠন

প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (৩ ডিসেম্বর) বিকালে বায়েক ইউনিয়ন বিএনপি’র আহবায়ক নাজমুল হাসানের বাসভবনে, উপজেলা বিএনপি’র সদস্য সচিব শরিফুল হক স্বপনের উপস্থিতিতে,বায়েক ইউনিয়ন বিএনপি’র ৯টি ওয়ার্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

এ সময় প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন বায়েক ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব রফিকুল ইসলাম (কানু)।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য শফিকুল ইসলাম (ছোটন), উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম এইচ খাঁন (সোহেল), জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদুল ইসলাম রিয়াদ ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ প্রমুখ।