কসবার ৭টি ইউপি নির্বাচন ৩১ জানুয়ারি

প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১

ষষ্ঠ ধাপের কসবার ৭টি ইউপি সহ সারাদেশে ২১৯টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এছাড়া উপজেলার বাকি তিনটি ইউপি যেমন, মূলগ্রাম, খাড়েরা ও কুটি ইউপি নির্বাচন পরবর্তীতে পর্যাক্রমে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে উপজেলার যে ৭টি ইউপি নির্বাচন আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে সেগুলো হলো মেহারী,বাদৈর, বিনাউটি, গোপীনাথপুর, কাইমপুর,বায়েক ও কসবা পশ্চিম।

শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) অনুষ্ঠিত বৈঠক শেষে এ তফসিল ঘোষণা করেন ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার।

ঘোষিত তফসিল অনুযায়ী, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ৩ জানুয়ারি (সোমবার)। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি (বৃহস্পতিবার)। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ৭ থেকে ৯ জানুয়ারি (শুক্রবার-রোববার) এবং আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি (সোমবার-বুধবার)। আর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ১৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নির্ধারণ করা হয়েছে। ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।