কসবায় সাংস্কৃতিক ব্যক্তিদের কবিতাপাঠ ও গুণীজন সম্মাননা প্রদান বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২১ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপি কোল্লাপাথরে শহীদ সমাধিস্থলে’বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে’আলোচনা,কবিতাপাঠ,গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় সৃজনশীল কাজে সম্পৃক্ত কবি-সাহিত্যিক ও সাংবাদিককে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে ‘কোল্লাপাথর শহীদ স্মৃতি পর্যটন কেন্দ্র বাস্তবায়ন পরিষদের উদ্যোগে জাতীয় কবি সোসাইটির সাধারণ সম্পাদক কবি শিপন হোসেন মানবের সঞ্চালনায় ও উক্ত সংগঠনের আহবায়ক আজাদ সরকার লিটনের সভাপতিত্বে এবং উক্ত কমিটির প্রধান সমন্বয়ক কবি বেলাল হোসাইন ভূইয়া লিটনের স্বাগত বক্তব্যে’ প্রধান অতিথির বক্তব্য রাখেন,নটরডেম ইউনিভার্সিটির প্রফেসর-রবীন্দ্র গবেষক ড.মুহাম্মদ জমির হোসেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান,বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ঢালী মো.দেলোয়ার,গীতিকবি সফিকুল ইসলাম ঝিনুক,গীতিকার-সাহিত্যিক এম.আর মনজু,অধ্যাপক মিলন, সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনির। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মিয়া মো: আলাউদ্দিন,বীর মুক্তিযোদ্ধা জামাল হক ভূঁইয়া, সমতটের কাগজ-এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, এডভোকেট মোহাম্মদ জাফর আলী, সমাজসেবী-সৃজনশীল মানুষ সানাউল্লাহ, কবি-সাহিত্যিক ডা: জান্নাতুল ফেরদৌসী মিনা, জনপ্রতিনিধি নাসিমা আক্তার, এমএসটিভি ও mstvbd.com -এর সম্পাদক ও প্রকাশক মোঃ সাদ্দাম হোসাইন, কলামিস্ট সুলতানা,সাংবাদিক ও কলামিস্ট ডা: বিষ্ণু সরকার সহ কুমিল্লা,ব্রাহ্মণব্রাড়িয়া ও ঢাকা থেকে কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন,আলীশ্রাফ,আবৃত্তি শিল্পী ছোটন ভূইয়া সহ আরও অনেক বিজয়ের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে । SHARES দেশজুড়ে বিষয়: কসবাকোল্লাপাথরব্রাহ্মণবাড়িয়া