ঘরে মিলল স্ত্রীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২২

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে একটি বাসা থেকে রাজনা বেগম (১৯) নামে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে সফিক মিয়ার মালিকানাধীন বাসা থেকে ওই গৃহবধূর মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজনা বেগম ওই ইউনিয়নের বড় আলীপুর গ্রামের জাকারিয়া মিয়ার স্ত্রী ও পশ্চিম তিমিরপুর গ্রামের মৃত আব্দুর রহিমের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানান, প্রায় ৬ মাস আগে সবুজ মিয়ার ছেলে জাকারিয়া মিয়ার সঙ্গে মৃত আব্দুর রহিমের মেয়ে রাজনা বেগমের বিয়ে হয়। ১০-১২ দিন আগে রসুলগঞ্জ বাজারের সফিক মিয়ার মালিকানাধীন একটি বাসা ভাড়া নেন জাকারিয়া মিয়া ও তার স্ত্রী রাজনা বেগম। সোমবার বিকেলে রাজনা বেগমের মা মেয়েকে দেখতে ওই ভাড়া বাসায় যান। এ সময় তাদের বসবাসরত কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন।

এক পর্যায়ে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে মেয়ের রক্তাক্ত দেহ বিছনার ওপর পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিছনার ওপর থেকে গলাকাটা অবস্থায় রাজনা বেগমের মরদেহ উদ্ধার করে। এ সময় একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়।

এ ঘটনার পর থেকে রাজনা বেগমের স্বামী জাকারিয়া মিয়ার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী জাকারিয়া মিয়ার খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি। কীভাবে ঘটনাটি ঘটেছে এ নিয়ে আমরা কাজ করছি।