শান্তিপূর্ণ পরিবেশে শেষ হলো কসবায় ৭টি ইউপি নির্বাচন

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২২

উৎসবমুখর পরিবেশে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষতার মধ্য দিয়ে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হয় ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ,শেষ হয় বিকেল ৪টায়।

কিন্তু সকাল ৯টার দিকে বেশ কয়েকটি ভোটকেন্দ্রের বুথে ইভিএম মেশিনে ত্রুটি দেখা দেয়, ফলে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ভোট প্রদান করতে হয়েছে ভোটারদের। এই ভোগান্তির পরেও ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে, কারণ দীর্ঘদিন পর এমন আনন্দঘন পরিবেশে তাদের পছন্দের প্রার্থীদের ভোট প্রদান করতে পেরেছেন। এমনটাই জানিয়েছেন অনেক ভোটাররা।

অন্যদিকে টানটান উত্তেজনাময় ভোট যুদ্ধের খেলায় জয় পরাজয় মেনে নিয়ে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গণমাধ্যমকর্মী ও এ এলাকার সংসদ সদস্য আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে ঘরে ফিরেছেন সকল প্রার্থীরা।

এদিকে কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটো রিস্কা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ছায়েদুর রহমান মানিক।

কাইমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ইকতিয়ার আলম রনি।

গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেবিল ফ্যান প্রতীকে বিপুল ভোটে জয় যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ মিজানুর রহমান।

বিনাউটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন নাজমুল আলম খান বেদন।

বাদৈর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শিপন আহম্মেদ ভূঁইয়া।

মেহারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে টেবিল ফ্যান প্রতীকের বিপুল ভোটে জয়যুক্ত হয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মোশারফ হোসেন মোর্শেদ।

বায়েক ইউনিয়ন পরিষদ নির্বাচনে অটো রিস্কা প্রতীকে বিপুল ভোটে জয়যুক্ত হয়ে, বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোঃ বিল্লাল হোসেন বেলাল।