ঘুম থেকে তুলে নিয়ে ছাত্রকে বলাৎকার করলেন মাদ্রাসা শিক্ষক বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ৪, ২০২২ সাভারে আবাসিক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক মাওলানা আলামিন হাসান সাইমের (২৭) বিরুদ্ধে। রোববার (৩ এপ্রিল) রাত ৯টার দিকে এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর স্বজন। এর আগে ১ এপ্রিল (শুক্রবার) রাত আড়াইটার দিকেসাভারের নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার আবাসিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলামিন হাসান সাইম ময়মনসিংহ জেলার ধুবাউড়া থানার সাতানিপাড়া গ্রামের জসিম উদ্দিনের ছেলে। তিনি সাভারের রাজাশন বিরুলিয়া রোডের নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় শিক্ষকতা করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু আবাসিকে থেকে আরবি বিভাগের নাজেরা শ্রেণিতে লেখাপড়া করে। শিক্ষকতার পাশাপাশি ভুক্তভোগী শিশুকে দেখাশুনা করে আসছিলেন মাওলানা আলামিন হাসান। শুক্রবার রাত আড়াইটার দিকে আবাসিকের দ্বিতীয় তলায় ওই শিশুকে ঘুম থেকে ডেকে তুলে বলাৎকার করেন। পরদিন বাসায় ফিরে কান্নাকাটি করে পরিবারের কাছে বিষয়টি খুলে বলে ওই শিশু। পরে রোববার রাতে সাভার মডেল থানায় মামলা করেন ভুক্তভোগীর পরিবার। সাভার মডেল থানার উপ-পরিদর্শক সৈকত বলেন, এ ব্যাপারে মামলা হয়েছে। একই সাথে অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে। SHARES দেশজুড়ে বিষয়: ছাত্রবলাৎকারমাদ্রাসা