কসবায় ২৬শ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৩৬ পূর্বাহ্ণ, মে ১, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কসবা পশ্চিম ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, মাননীয় আইনমন্ত্রী আনিসুল হক ও কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিকের যৌথ আয়োজনে ঐ ইউনিয়নের প্রায় দুই হাজার ছয়শ হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (৩০ এপ্রিল) বিকালে আকছিনা পূর্বপাড়ার কসবা ওয়েস্ট পাবলিক স্কুলের মাঠ প্রাঙ্গনে,কসবা পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিকের উপস্থিতিতে এ ঈদ সামগ্রী যেমন, লুঙ্গি,শাড়ি,মেসকির পাশাপাশি নগদ অর্থ বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কসবা পৌর মেয়র এমজি হাক্কানী, উপজেলা যুবলীগ সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, কসবা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এমদাদুল হক পলাশ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির প্রথম সদস্য স্লোগান মাস্টার আবির মোহাম্মদ সোহাগ, কসবা পৌর আওয়ামী লীগ নেতা আরমান খান প্রমুখ।