চট্টগ্রামে দোকানে কর্মচারী বেশে চুরি, অবশেষে পুলিশের জালে ধরা

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১৯, ২০২২

চট্টগ্রামের পটিয়ায় একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান থেকে বিপুল পরিমাণ চোরাই ক্যাবল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শান্ত চক্রবর্তী (৩০) নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, আটক শান্ত দোকানে কর্মচারী বেশে চুরি করতো।

সোমবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে পটিয়া পৌর সদরের ক্লাব রোডের মল্লিক ট্রেডার্সে অভিযান চালিয়ে আর আর ক্যাবল ব্র্যান্ডের ১০টি বৈদ্যুতিক তারের কয়েল উদ্ধার করা হয়।

পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান ও পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম এবং উপ-পরিদর্শক মনোয়ার হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান চালায়।

এর আগে, গত শনিবার (১৬ জুলাই) দুপুরে একই দোকানে অভিযান চালিয়ে একই ব্র্যান্ডের ১৩টি তারের কয়েল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পটিয়া পৌর সদরের বাস স্টেশন এলাকার আয়েশা ইলেকট্রনিকসে চাকরি করতেন শান্ত চক্রবর্তী। গত তিন মাস আগে থেকে তার কথাবার্তা আর চলাফেরা সন্দেহজনক হওয়ায় দোকানের মালিক বোরহান গত শুক্রবার দোকানের সিসিটিভি ফুটেজ দেখেন।

ফুটেজে তিনি দেখতে পান, শান্ত কৌশলে দামি ক্যাবল চুরি করে নিয়ে যাচ্ছে। ওই সময় শান্ত বাথরুমে যাওয়ার অজুহাতে পালিয়ে যায়। ওই দিন বিকেলে তার এক নিকট আত্মীয়ের মাধ্যমে কৌশলে শান্তকে ডেকে আনেন মালিক। এরপর শনিবার সকালে তাকে পুলিশে সোপর্দ করেন তিনি। সেদিন শান্তকে আসামি করে থানায় একটি মামলা করা হয়।

এরপর গত শনিবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল আদালতের বিচারক কৌশিক আহমেদ খন্দকারের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন শান্ত।

জবানবন্দিতে আয়েশা ইলেকট্রনিকসের দোকান থেকে গত তিন মাস ধরে ক্যাবল চুরির কথা স্বীকার করে শান্ত। এরপর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান বলেন, শান্ত বিগত চার মাস ধরে ওই দোকানে চাকরি করছে। সে সুবাধে মল্লিক ট্রেডাসের মালিক কৃষ্ণ মল্লিকের সঙ্গে যোগসাজশে দফায় দফায় মূল্যবান মালামাল চুরি করেছে সে।

তিনি আরও জানান, সোমবার রাতে আমরা আবারও মল্লিক ট্রেডার্স নামের একটি ইলেকট্রনিকসের দোকানে অভিযান চালিয়ে ১০টি তারের কয়েল উদ্ধার করি। এ ঘটনার পর ঐ দোকানের মালিক পালিয়ে গেছে। জব্দ করা মালামালের বাজার মূল্য ৮০ হাজার টাকা।