Breaking News :

" target="_blank">

চট্টগ্রামে দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারে মিললো চুরির গরু

চট্টগ্রামের মীরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি প্রাইভেটকার। এলাকাবাসী উদ্ধারে এগিয়ে এসে দেখতে পান প্রাইভেটকারের ভেতর একটি গরু।

শুক্রবার (২০ মে) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাইপাসের পাশে এ ঘটনা ঘটে। খবর পেয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি ও গরুটি উদ্ধার করে নিয়ে যয় কুমিরা হাইওয়ে পুলিশ।

এলাকাবাসীর ধারণা, চুরি করে প্রাইভেটকারে নিয়ে যাওয়া হচ্ছিল গরুটি। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গাড়ির চালক ও চোরচক্র পালিয়ে যায়।

কুমিরা হইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মাহবুব আলম এমএস টিভিকে জানান, একটি সাদা রঙের প্রাইভেটকার বড়তাকিয়া বাইপাসে রাস্তায় উল্টে যায়। প্রাইভেটকারের ভেতরে একটি গরু পাওয়া যায়। গাড়ি ও গরু পুলিশ হেফাজতে আছে। গাড়ির নম্বর দেখে গাড়ির মালিক এবং গরুর মালিকের খবর নেওয়া হচ্ছে।