নওগাঁর মান্দায় বঙ্গবন্ধুর ম্যুরাল ও নবনির্মিত হলরুমের উদ্ধোধন

প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২২

নওগাঁর মান্দায় উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর ম্যুরাল ও উপজেলা পরিষদের নবনির্মিত হলরুমের উদ্ধোধন করা হয়েছে। 

শনিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ ও ফিতা কেটে হলরুমের উদ্বোধন করেন।
 


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জাকির মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুম, গৌতম কুমার মহন্ত, উপজেলা প্রকৌশল শাইদুল রহমান, বীর মুক্তিযুদ্ধা, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানসহ প্রমুখ।