কসবার কাইমপুরে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাইমপুর ইউনিয়নে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক বন্ধনকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যের সামাজিক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কাইমপুর ইউনিয়ন পরিষদ ভবন মাঠ প্রাঙ্গণে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে কাইমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইকতিয়ার আলম রনির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,কসবা পৌর মেয়র এমজি হাক্কানী,কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম,স্থানীয় সকল জনপ্রতিনিধি,ধর্মীয় নেতৃবৃন্দ,রাজনৈতিক নেতৃবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সুশীল সমাজ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।