কক্সবাজারে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২২

কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে দমদমিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

একই সময়ে নাফ নদীর কায়উকখালী ঘাট এলাকা থেকে আরেকটি মরদেহ উদ্ধার করে পুলিশ।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান এমএস টিভিকে বলেন, ভোরে র‌্যাবের পক্ষ থেকে ফোন করে জানানো হয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে তাদের বন্দুকযুদ্ধ হয়েছে। এতে এক মাদক কারবারি মারা গেছেন। টেকনাফের দমদমিয়া এলাকার নাফ নদীর কিনারে মরদেহটি রয়েছে। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ রিপোর্ট পাওয়া পর্যন্ত তার পরিচয় শনাক্ত হয়নি।

তিনি আরও জানান, সাদা-কালো রঙের শার্ট পরিহিত যুবকটির বয়স আনুমানিক ২৫-৩০ বছর। তার বুকে গুলির চিহ্ন রয়েছে।

অপরদিকে নাফনদীর কায়ূকখালী ঘাট লামারবাজার এলাকায় ব্রিজের নিচে ভাসমান একটি মরদেহ দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। তারও পরিচয় মিলেনি। বয়স আনুমানিক ৪৫-৫০ বছর।

ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের পরিচয় শনাক্ত কাজ চলছে।