কসবায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২২ বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২২ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার শাহপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সংঘর্ষে সৃষ্টি এরপর রাত ৮টায় কসবা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শাহপুর গ্রামের দক্ষিণপাড়ার সাবির ভূঁইয়ার বাড়ির ছেলেদের সঙ্গে পূর্ব পাড়ার সামির সরকারের বাড়ির ছেলেদের মধ্যে টানা তিন ঘন্টার সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে বলে জানিয়েছেন ফালু সরকারের ছেলে জখমী ইমন সরকার। আহতরা হলেন, ইমন সরকার, সাগর সরকার, আরিফ সরকার, হৃদয় সরকার, সুমন সরকার, কবির সরকার, আমান সরকার, মোসাদ্দেক সরকার, কাউসার সরকার, সাইফুল সরকার,রাজিব সরকার, আহমেদ সরকার, সাহবদ্দিন সরকার,রতন সরকার, আরমান সরকার, লিটন সরকার, ইমরুল সরকার, নাজমুল সরকার, শাহিন সরকার, নাহিদুল সরকার, জহির ভূইয়া,ও সাইমন ভূঁইয়া। এদিকে এখনো এলাকায় থমথম বিরাজ করছে, সাংঘর্ষিক পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে। এ বিষয়ে কথা হলে কসবা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান এমএস টিভিকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে, এ বিষয়ে কোন পক্ষই এখনো থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। SHARES দেশজুড়ে বিষয়: কসবাব্রাহ্মণবাড়িয়াসংঘর্ষ