আর্জেন্টিনার জার্সি গায়ে ধান কাটলেন কৃষিশ্রমিকরা

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২২

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় পছন্দের দেশের পতাকার রঙে বাড়ি রং করা, শতফুট পতাকা টানানো, বাড়ির দেওয়ালে নানা স্লোগান লেখার দৃশ্য চোখে পড়ে হরহামেশাই। কিন্তু এবার ব্যতিক্রমী দৃশ্য ছড়িয়ে পড়েছে ফসলের মাঠে। আর্জেন্টিনার জার্সি পরে সারিবদ্ধভাবে ধান কাটায় মেতে উঠলেন মৌসুমি কৃষিশ্রমিকরা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশ্র্ববর্তী এলাকার একটি ধানক্ষেতে ২২ জন কৃষিশ্রমিক আর্জেন্টিনার জার্সি পরে ধান কাটেন। এই দৃশ্য নজর কেড়েছে পথচারী ও এলাকাবাসীর।

ফুটবলপ্রেমী এই কৃষিশ্রমিকদের গ্রামের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায়। একসঙ্গে ময়মনসিংহে ধান কাটতে এসেছেন। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে মজুরির টাকায় অর্ডার দিয়ে কিনেছেন আর্জেন্টিনা দলের জার্সি। পরে গায়ে পরে মাঠে নেমে কাটছেন সোনালি ধান।

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বাসিন্দা মাহফুজ মিয়া। ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার ভক্ত বনে যান।

একাধিক কৃষক জানান, আর্জেন্টিনা দলের মেসি খুব ভালো মানুষ। আমরা সবাই তাকে পছন্দ করি। ভালোবাসি বলেই তার দলের জার্সি কিনে গায়ে দিয়ে ধান কাটছি। এবার আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে।

নেত্রকোনার মোহনগঞ্জের কৃষিশ্রমিক আনোয়ার হোসেন বলেন, আমরা ২২ জন ময়মনসিংহে ধান কাটতে এসেছি। আমরা সবাই আর্জেন্টিনাকে সমর্থন করি। এবারের বিশ্বকাপ আমরা মেসির হাতে দেখতে চাই।