বিজিবি সদস্যের গুলিবিদ্ধ রহস্যজন মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২

জয়পুরহাটে নেপাল দাস (৩৫) নামে এক সিপাহীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। তার উপর কারা গুলি চালিয়েছে এই বিষয়টি এখনো বিজিবির পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ে না জানানোর কারণে, স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে। নিহত নেপাল দাস জয়পুরহাট ২০ বিজিবির সিপাহী। তিনি ফরিদপুর জেলার মধুখালি মেঘচামী এলাকার নারায়ণ দাসের ছেলে ছিলেন।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের বরাতে যায়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের জরুরি বিভাগে জয়পুরহাট ২০ বিজিবি সদস্য হিসেবে তাকে রেজিস্ট্রারে লিপিবদ্ধ করা হয়। সেখানে ১৯৫নং রেজিস্ট্রারে নিহত বিজিবি সদস্যের নাম নেপাল দাস (২০ বিজিবি সদস্য) হিসেবে উল্লেখ করা হয়েছে। সে সময় তার পোশাক রক্তাক্ত অবস্থায় ছিল। বিজিবি সদস্যরা হাসপাতালের মর্গে মরদেহ রেখে পাহারা দিচ্ছিলেন।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৮টার দিকে ময়নাতদন্ত শেষে বিজিবি সদস্যরা মরদেহ বিজিবি ক্যাম্পে নিয়ে যান। সে সময় মরদেহের সঙ্গে থাকা একাধিক বিজিবির সদস্য জানান, সকালে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানানো হবে। তবে আজ (শুক্রবার) বিজিবির সঙ্গে বারবার যোগাযোগ করা হলেও তথ্য নেওয়া সম্ভব হয়নি। প্রতিবেদন লেখা পর্যন্ত বিজিবি পক্ষ থেকে প্রেস ব্রিফিং করাও হয়নি। সেজন্য স্থানীয় জনমনে ব্যাপক চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়েছে।

জয়পুরহাট সদর থানা পুলিশ জানায়, ময়নাতদন্ত শেষে বিজিবির পাহারায় নেপালের মরদেহ রাতেই ফরিদপুরে তার গ্রামের বাড়িতে নেওয়া হয়।

থানা পুলিশ সূত্রে আরও জানা যায়, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। দেখে মনে হয়েছে গুলিবিদ্ধ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এদিকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের দেয়া তথ্যের বরাতে জানা যায়, নিহতের শরীরে গুলির ক্ষত রয়েছে। পিঠ,বুক ও ডান হাতে ক্ষতের চিহ্ন আছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর বিষয়টি আরও পরিষ্কার করা যাবে।