হাসিনা-কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের নতুন কমিটিতে যারা বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২২ আওয়ামী লীগের সভাপতি পদে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক পদে ওবায়দুল কাদের পুনর্নির্বাচিত হয়েছেন। ১৯৮১ সালের ১৩তম সম্মেলনের মাধ্যমে সভাপতি পদে আসা শেখ হাসিনা দশমবারের মতো দলটির নেতৃত্ব দেবেন। ২০১৬ সালের ২০তম জাতীয় সম্মেলনের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আসা বর্তমান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর দায়িত্বে থাকা ওবায়দুল কাদের তৃতীয়বারের মতো দলটি সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন। শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির ২২তম জাতীয় সম্মেলনের দ্বিতীয় পর্বে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। বিজ্ঞাপন ভোটে পাস হওয়ার পর পৃথকভাবে সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন। পরে বাকিদের নাম ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা। আওয়ামী লীগের কমিটিতে আরও যারা স্থান পেয়েছেন সভাপতিমণ্ডলীর সদস্য ১.বেগম মতিয়া চৌধুরী এমপি২.শেখ ফজলুল করিম সেলিম এমপি৩.কাজী জাফর উল্লাহ৪.ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি৫.পীযুষ কান্তি ভট্টাচার্য্য৬.মোস্তফা জালাল মহিউদ্দিন৭.ড. মো. আব্দুর রাজ্জাক এমপি৮.লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি৯.শাজাহান খান এমপি১০.জাহাঙ্গীর কবির নানক১১.আব্দুর রহমান১২.এএইচএম খায়রুজ্জামান লিটন১৩.মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম১৪.অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি১৫.সিমিন হোসেন রিমি যুগ্ম-সাধারণ সম্পাদক ১.মাহবুবউল আলম হানিফ এমপি২.ডা. দীপু মনি এমপি৩.ড. হাছান মাহমুদ এমপি৪.আ ফ ম বাহাউদ্দিন নাছিম কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান এমপি অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদকওয়াসিকা আয়শা খান এমপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকড. শাম্মী আহমেদ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদকফরিদুন্নাহার লাইলী তথ্য ও গবেষণা সম্পাদকড. সেলিম মাহমুদ ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকআমিনুল ইসলাম দপ্তর সম্পাদকব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ধর্ম বিষয়ক সম্পাদকঅ্যাডভোকেট সিরাজুল মোস্তফা প্রচার ও প্রকাশনা সম্পাদকড. আবদুস সোবহান গোলাপ এমপি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকদেলোয়ার হোসেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর মহিলা বিষয়ক সম্পাদকজাহানারা বেগম মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদকঅ্যাডভোকেট মৃণাল কান্তি দাস এমপি শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদকশামসুন নাহার চাঁপা শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকমো. সিদ্দিকুর রহমান সংস্কৃতি বিষয়ক সম্পাদকঅসীম কুমার উকিল এমপি স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকডা. রোকেয়া সুলতানা সাংগঠনিক সম্পাদকআহমদ হোসেনবিএম মোজাম্মেল হকআবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপিএস এম কামাল হোসেনমির্জা আজম এমপিঅ্যাডভোকেট আফজাল হোসেনশফিউল আলম চৌধুরী নাদেলসুজিত রায় নন্দী উপ-দপ্তর সম্পাদকসায়েম খান সদস্যসদস্যদের নির্বাচিত করতে প্রেসিডিয়াম সভায় নির্বাচনের আয়োজন করা হবে। SHARES রাজনীতি বিষয়: আওয়ামী লীগওবায়দুল কাদেরশেখ হাসিনাসম্মেলন