১২ বছরে সিমরান ফার্নিচার গ্যালারী, মাসজুড়ে ১০% ছাড়ে আসবাবপত্র বিক্রি শুরু
তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াত হত্যাযজ্ঞে নেমেছে: আইনমন্ত্রী
নির্বাচনী তফসিল ঘোষণার পর বিএনপি-জামায়াত হত্যাযজ্ঞে নেমেছে জানিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে বিএনপি-জামায়াত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে ।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের কর্মমঠ খেলার মাঠ প্রাঙ্গনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি ট্রেনের বগিতে আগুন লাগিয়ে চারজনকে হত্যা করেছে। তাদের কাছে নারী-শিশুও নিরাপদ না। তারা আবারও দেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে।
আনিসুল হক বলেন, যারা নির্বাচন বানচাল করতে হরতাল অবরোধ ডেকেছেন, তারা সাবধান হয়ে যান। দেশে আইন ও আইনের শাসন আছে, আপনারা যা করছেন এটা রাষ্ট্রদ্রোহী।
আইনমন্ত্রী আরও বলেন, সারা বিশ্বের মানুষের কাছে প্রমাণ করতে হবে জনগণ নির্বাচন চায়। তাই আপনারা ৭ জানুয়ারি পরিবার পরিজন নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিবেন। যেন সারাবিশ্ব দেখতে পায় যে, মানুষ আমাকে এবং আওয়ামী লীগকে খুব ভালোবাসে।
জনসভায় উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, দীপক, সাবেক চেয়ারম্যান মো. কামাল ভূঁইয়া, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাকজিল খলিফা কাজলসহ উপজেলা ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।