উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়া আদালত,৩ দিনের আদালত বর্জনের ডাক আইনজীবী সমিতি বার্তা বার্তা বিভাগ প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৩ একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারকের অসৌজন্যমূলক আচরণের অভিযোগের পর উত্তপ্ত হয়ে উঠেছে ব্রাহ্মণবাড়িয়া আদালত পাড়া। এ বিষয়টি নিয়ে গেল কয়েকদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে আইনজীবী সমিতি, এরই মধ্যে ৩ দিনের আদালত বর্জনের ডাক দিয়েছে আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে আদালত বর্জন ও প্রতিবাদ কর্মসূচির মধ্য দিয়ে এ ঘোষণা দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি।আজ সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়া আদালতের এজলাসে কোনো আইনজীবী যাননি। ফলে দুর্ভোগে পড়েছেন বিচার প্রার্থীরা। ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল এম এস টিভিকে জানান, ব্রাহ্মণবাড়িয়ার জেলা জজ সংকট উত্তরণের বদলে উসকে দিয়েছেন। আইনজীবীদের আলোচনার মাধ্যমে তিন দফা দাবিতে আজ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ঘোষণা দিয়েছি। দাবি গুলো হলো- ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ শারমিন নিগারের অপসারণ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহাম্মদ ফারুককে অনতিবিলম্বে অপসারণ এবং জেলা জজ কোর্টের দুর্নীতিবাজ দুর্বৃত্ত চাঁদাবাজ প্রধান নাজির মমিনুল ইসলামকে অপসারণ। এসব দাবি ৯ জানুয়ারির মধ্যে না মেনে নিলে আইনজীবীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তিনি। আদালতের একাধিক সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, মূলত একটি মামলা দায়েরকে কেন্দ্র করে আইনজীবী সমিতির নেতাসহ একাধিক আইনজীবীর সঙ্গে বিচারক মোহাম্মদ ফারুকের বিতণ্ডা হয়। এরই জেরে ক্ষিপ্ত হন আইনজীবীরা। এ ঘটনায় গেল ২৬ ডিসেম্বর সভা করে ১ জানুয়ারি থেকে সংশ্লিষ্ট আদালত বর্জনের সিদ্ধান্ত নেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি। এরপর থেকেই মূলত এ পরিস্থিতির সৃষ্টি হয়। গেল কয়েকদিন যাবত এ ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ব্রাহ্মণবাড়িয়ার আদালত পাড়া। গেল বুধবার (৪ জানুয়ারি )আইনজীবীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে কর্মবিরতিতে যায় ব্রাহ্মণবাড়িয়া বিচার বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন। এরই পরিপ্রেক্ষিতে বিক্ষোভ মিছিল করে জেলা আইনজীবী সমিতি। বিক্ষোভ মিছিলে জেলা আইনজীবী সমিতি জেলা জজের অপসারণ দাবি করেন। আইনজীবীদের বিক্ষোভ মিছিলের পর পরই আইনজীবী সহকারী সমিতি আদালতে বেঞ্চ সহকারী-পেশকারদের বিরুদ্ধে ঘুসের অভিযোগ এনে বিক্ষোভ করেন। তারা আইনজীবীদের দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। SHARES আইন আদালত বিষয়: অপসারণআইনজীবী সমিতআদালতউত্তপ্তব্রাহ্মণবাড়িয়া