কসবায় ফের ৯০ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

MSTV MSTV

BD

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফের ৯০ কেজি গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ ,এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কসবা পৌর এলাকার মরা পুকুরপাড় পাকা রাস্তা দিয়ে সিএনজি বোঝাই করে গাঁজা পাচার কালে পুলিশের একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে ওই সিএনজিতে তল্লাশি করে ৯০ কেজি গাঁজাসহ ওই মাদক চোরাকারবারীকে গ্রেফতার করেন।

আটককৃত ওই মাদক চোরাকারবারী হলেন,কসবা পৌর এলাকার কালিকাপুর গ্রামের মৃত রহিজ মিয়ার ছেলে ইমাম হোসেন উরফে ইমন মিয়া।

বিষয়টি নিশ্চিত করে কসবা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন পিপিএম এমএস টিভিকে জানান, আটকৃত ওই মাদক ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদে ব্যাপক তথ্য উদঘাটন করা হয়েছে, যার সূত্র ধরে এ মাদক চোরাচালানের সঙ্গে জড়িত অন্যদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে,এ সময় তিনি আরও জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় নিয়মিত আইনে মামলার রুজু করে জেল হবে প্রেরণ করা হয়েছে।