কসবায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয় পরিচালক MSTV MSTV BD প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় চলমান আশ্রয়ন প্রকল্পের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১৫ (প্রশাসক) এ কে এম মনিরুজ্জামান। গেল মঙ্গলবার (৭ মার্চ) বিকালে উপজেলার বেশ কয়েকটি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি। এ সময় আগামী জুন মাসের মধ্যে এ প্রকল্পগুলোর কাজ শেষ করে উপকারভোগীদের নিকট গৃহ হস্তান্তর করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন তিনি। এ সময় অন্যদের মধ্যে, অতিরিক্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান ও সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকারসহ সংশ্লিষ্ট আরো অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। SHARES দেশজুড়ে বিষয়: কসবাপরিদর্শনপ্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পব্রাহ্মণবাড়িয়া