Breaking News :

" target="_blank">

কসবায় সড়ক দুর্ঘটনা রোধে লাইসেন্স বিহীন চালক ও গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আজও এক মাদ্রাসা শিক্ষার্থীর প্রাণ ঝরে গেল। এ সড়ক দুর্ঘটনার রোধকল্পে উপজেলার বিভিন্ন এলাকায় লাইসেন্স বিহীন চালক এবং ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (৮ মার্চ) বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খানের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সঞ্জীব সরকার উপজেলা বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

এ সময় সড়ক পরিবহন আইন- ২০১৮ এর ৬৬ ও ৯২ ধারার বিধান মতে মোট ১১ টি মামলায় ১৪,৫০০/- টাকা অর্থদণ্ড আরোপ করে তা আদায় করা হয় এবং ০২ টি মোটর বাইকের বৈধ কাগজ না থাকায় আটক করে কসবা থানায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান নিশ্চিত করে এমএস টিভিকে,সড়ক দুর্ঘটনার রোধকল্পে এ অভিযান নিয়মিত চলবে।