বরিশালে মিছিলে গিয়ে জামায়াতের ৪ নেতাকর্মী আটক

MSTV MSTV

BD

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২৩

রাজধানী ঢাকায় দেলাওয়ার হোসেন সাঈদীর গায়বানা জানাজা দিতে না দেওয়াসহ বিভিন্ন দাবিতে বরিশাল নগরীতে মিছিল শুরুর আগে ৪ জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) সকাল ৮টার দিকে নগরীর রাজু মিয়ার পুল সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার বাসিন্দা সুলতান হাওলাদার (৪০), রুপাতলী শেরে বাংলা সড়কের মো. মিজানুর রহমান সালাম (৬৬), সোনা মিয়ার পুল এলাকার নাছির উদ্দিন (৪০) ও বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার চর পত্তনিয়া গ্রামের আল মুঈন (২১)।

 

জামাতের একাধিক নেতার বরাতে জানা যায়, ঢাকায় দেলাওয়ার হোসেন সাঈদীর গায়বানা জানাজা দিতে না দেওয়াসহ বিভিন্ন দাবিতে নগরীতে মিছিল বের করার প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ চারজনকে ধরে নিয়ে যায়।

 

তারা আরও জানান, মিছিল করা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশের এমন কাজ গণতন্ত্রকে হত্যা করেছে। আটকদের মুক্তির দাবিসহ এঘটনার তীব্র নিন্দা জানাই।

 

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পুলিশের অনুমতি ছাড়াই নগরীর রাজু মিয়ার পুল এলাকায় জামায়াত মিছিল বের করে। সেখানে পুলিশ গেলে সকলে পালিয়ে যায়। এই সময় চারজনকে আটক করা হয়েছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রক্রিয়াধীন।